স্মারক নংঃ কালি/পৌর/প্রশা/সাধা/২০২৩/১৭৭৫
পৌর পরিষদের ৩৩ (তেত্রিশ) তম আগস্ট মাসের সভার নোটিশ
বিষয়ঃ পৌর পরিষদের ৩৩ (তেত্রিশ) তম সভায় অংশগ্রহণ প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পৌর পরিষদের ৩৩ (তেত্রিশ) তম আগস্ট মাসের সভা আগামী ০৬.০৮.২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার ১১:০০ ঘটিকায় পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
আলোচ্যসূচীঃ
১। পূর্ববর্তী সভার কার্যবিবরণ পাঠ ও অনুমোদন।
২। জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন সংক্রান্ত।
৩। ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরসভাসমূহের জন্য উন্নয়ন সহায়তা বরাদ্দের বিপরীতে প্রকল্প গ্রহণ।
৪। টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজে অগ্রগতি।
৫। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) কাজের অগ্রগতি।
৬। টাঙ্গাইল জেলার অধিক্ষেত্রাধীন সরকারি হাট বাজারের পণ্য ভিত্তিক টোল রেইট নির্ধারণের লক্ষ্যে প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে।
৭। করোনা এবং ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে।
৮। কর আদায় কার্যক্রম জোরদারকরণ।
৯। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যালোচনা।
১০। স্থায়ী ও ওয়ার্ড কমিটির সভা যথাসময়ে সম্পন্নকরণ।
১১। বিবিধ।
জনাব———————————————–
কাউন্সিলর, সংরক্ষিত/সাধারণ আসণ ……………
কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
স্মারক নংঃ কালি/পৌর/প্রশা/সাধা/২০২৩/১১৭৭৫
অনুলিপি ও সদয় অবগতি/অবগতির জন্যঃ
১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। উপ পরিচালক, স্থানীয় সরকার, টাঙ্গাইল।
৩। পৌর নির্বাহী কর্মকর্তা/সহকারী প্রকৌশলী, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৪। জনাব ——————————–কাউন্সিলর, সংরক্ষিত/সাধারণ আসন —–, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৫। হিসাবরক্ষক, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৬। অফিস নথি।